ধাপ-১: কোম্পানির উধ্বর্তন কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারিত লেআউট থেকে আপনার পছন্দের প্লটটি বাছাই করুন।
ধাপ-২: জমির কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য আপনার পছন্দের প্লটের কাগজপত্র সংগ্রহ করুন।
ধাপ-৩: কাগজপত্র যাচাই বাছাই শেষে আপনার ও আপনার নমিনির ২(দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ নির্ধারিত আবেদন পত্রে প্লট বরাদ্দের আবেদন সম্পন্ন করুন।
ধাপ-৪: আপনার সুবিধা মতো কোম্পানির নির্ধারিত কাউন্টারে অথবা নির্ধারিত ব্যাংকে বুকিংমানি প্রদান করে বুকিং প্রকৃয়া সম্পন্ন করুন।
ধাপ-৫: প্লট বরাদ্দের প্রাইমারি ডিড, মানি রিসিপ্ট, এটাস্টেড প্রিন্টেড লেআউট প্লান, বরাদ্দ দলিল সংগ্রহ করুন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষিত রাখুন।